দেশের বৃহত্তম ট্রাভেল এজেন্সির সংগঠন অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটাবের ২০২৩-২০২৫ নির্বাচন আগামী ৫ মার্চ, ২০২৪ অনুষ্ঠিত হবে। আসন্ন আটাব নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্ট আরেফ-আফসিয়া পরিষদ এর মনোনীত প্রার্থীদের ব্যাল্ট নং কার্যনির্বাহী পরিষদ-(৩০-৫৮) ঢাকা আঞ্চলিক পরিষদ- (১৬-৩০) জন্য সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন সংগঠনের সাবেক ডেপুটি সেক্রেটারী জেনারেল ও নোভা ট্রাভেলস এর স্বত্বাধিকারী লায়ন মোঃ শফিক উল্যাহ নান্টু। গণতান্ত্রিক ফ্রন্ট জয় যুক্ত হলে স্মার্ট আটাব বিনির্মাণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।