Masum52
04th Apr 2024 4:46 pm | অনলাইন সংস্করণ
উত্তরা প্রতিনিধি: উত্তরার ৪ নং সেক্টর, আজমপুর নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠে ধুমধামের সাথে চলছে বিশাল ঈদ বৈশাখী মেলা। ২০২২ সালের শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের মেলা উদযাপন সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহিনুর মিয়া ও অদম্য শক্তির সহযোগিতায় এ মেলা চলছে বলে একটি সূত্র জানায়।
অফিস সূত্রে জানাযায়, গত ২৫ শে ফেব্রুয়ারি”২৪ এশিয়া প্যাসেফিক জোন নামের একটি ভূইফোর প্রতিষ্ঠান নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠে মেলা করার অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি আবেদন করলে গত ১৮ ই মার্চ”২৪ স্কুল প্রাঙ্গনে মেলা করার আইনত কোন সুযোগ নেই বলে উক্ত আবেদনটির প্রত্যাখ্যান করে। সরকারী জারিকৃত প্রজ্ঞাপন ও নিষেধাজ্ঞা অমান্য করে মেলার কার্যক্রম স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় অব্যাহত রাখলে ৩রা এপ্রিল”২৪ বাণিজ্য মন্ত্রণালয় এশিয়া প্যাসিফিক জোনের নওয়াব হাবিবুল্লা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত মেলাটি বাতিল করে পুনরায় নির্দেশনা জারি হয়।
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের মেলা অনুষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক ও জনগণের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটি বন্ধের বিষয়ে এখনো প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। অবিলম্বে প্রশাসন এটি বন্ধ করবে বলে জনগণ আশাবাদী ।
Array