অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা আদালতের বিষয়। রাজপথে আন্দোলন করে দাবি আদায় হবে না। বুধবার (১০ জুলাই) মুঠোফোনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ সকালে সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ে এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, আপিল বিভাগ স্থিতাবস্থা দিলেও উচ্চ আদালতে যৌক্তিক ও ন্যায্য বিচার পাবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।
এর আগে, মঙ্গলবার (৯ জুলাই) সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আবেদন করেন।
সে প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আদালতে যেতে পেরেছে। আদালত তাদের বিষয়টি বিবেচনা করবে বলে আমি আশা করি।
সূত্র : যমুনা টিভি।
Array