নিজস্ব প্রতিনিধি : গতকাল পহেলা জুন ২০২৪, শনিবার সকাল ৯ টা থেকে জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকাতে জাতির পিতা বঙ্গবন্ধুর উপর গবেষণামূলক সংগঠন জুলিও ক্যুরি বঙ্গবন্ধু শান্তি সংসদের সহযোগী সংগঠন জুলিও ক্যুরি বঙ্গবন্ধু শিশু-কিশোর শান্তি সংসদ এর আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশনের পরিচালক এস. এম শামসুদ্দিন টগর এবং তার দল, বাংলার সুর সঙ্গীত শিল্পী গোষ্ঠীর সভাপতি কণ্ঠশিল্পী বেদনা খাতুন ও সাধারণ সম্পাদক ওস্তাদ আলাউদ্দিন হাওলাদার ও তার দল, জনপ্রিয় কন্ঠশিল্পী মহুয়া লিপি ও অন্যান্য শিল্পীগণ।
উল্লেখ্য বিশ্ব শান্তি পরিষদ ১৯৭৩ সালের ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও ক্যুরি শান্তি পদকে ভূষিত করেন। ঐতিহাসিক এ সম্মান মানবতার ইতিহাসে চির অম্লান রাখার লক্ষ্যে জুলিও ক্যুরি বঙ্গবন্ধু শিশু-কিশোর শান্তি সংসদ চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করেছে।
১০০ জন শিশু-কিশোরের অংশগ্রহণে সকাল ৯ টায় চিত্রাংকন প্রতিযোগীতা শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতা অংশগ্রহণকারী ১০০ জনের প্রত্যেককে একটি করে স্কুল ব্যাগ প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও ৭জন কে মেডেল প্রদান করা হয়। এছাড়াও একজন প্রতিবন্দী কিশোরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
Array