obak
10th Aug 2023 2:10 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক:ফিলিপাইনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখন পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৯ আগস্ট) ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে ফিলিপাইন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
তবে ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি বলছে, দেশটির দাভাও ওরিয়েন্টাল প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আফটারশক ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে এজিন্সিটি।