obak
03rd Aug 2023 11:36 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: বক্স অফিসে ব্লকবাস্টার হিট সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র অভিনেত্রী আদা শর্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২ আগস্ট) ডায়রিয়া এবং খাবারে অ্যালার্জি হওয়ার দরুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
বর্তমানে অ্যাকশন ফিল্ম ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ সিরিজ কমান্ডো-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী।
অভিনেত্রী এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী যথাযথ ওষুধ খাচ্ছেন। চিকিৎসকদের পক্ষ থেকে দিন কয়েক বিশ্রামের নির্দেশও দেয়া হয়েছে তাকে।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, বুধবার (২ আগস্ট) সকালেই ডায়রিয়ায় মারাত্মক পরিস্থিতি হয় আদা শর্মার। বর্তমানে কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
কয়েক দিন ধরেই আদা শর্মা তার পরবর্তী সিরিজ ‘কমান্ডো’র প্রচারে ব্যস্ত। বিপুল শাহ পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। চলতি মাসের ১১ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ‘কমান্ডো’।
আদাকে শেষ দেখা গিয়েছিল সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’তে। ৪০ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটির দেশে-বিদেশে মোট আয় করেছে প্রায় ৩০০ কোটি রুপি।