obak
03rd Jul 2023 3:14 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: হজ্জ্ব পালন শেষে দেশে আগত হাজিদের মধ্যে জমজমের পানি বিতরণ শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।রোববার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইনাস-এর ফিরতি হজ ফ্লাইট এক্সওয়াই ৭৩৯২-এর মাধ্যমে ঢাকায় আসতে শুরু করেছেন হাজিরা। এ সময় দেশে আগত হাজিদের মধ্যে জমজমের পানি বিতরণ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আগত হাজিদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হল সংলগ্ন বিমানের কাউন্টার থেকে এ পানি সরবরাহ করা হয়। এ সময় বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হজ পালনকারীরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে হাজিদের জমজমের পানি দেয়া হবে।
নিয়ম অনুযায়ী প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।