• ঢাকা, বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশের প্রথম বাজেট আজ 

 obak 
01st Jun 2023 2:03 am  |  অনলাইন সংস্করণ

অর্থনীতি ডেস্ক: ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উত্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থবছর ২০২৩-২৪ সালের বাজেট। একদিকে আকারে বাংলাদেশের বৃহত্তম, অন্যদিকে নির্বাচনী বছরের বাজেট হিসেবে আলাদা গুরুত্ব বহন করছে আগামী অর্থবছরের বাজেট।

বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ‘দেড় দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক বাজেট বক্তৃতা দেবেন। এবারের বাজেটের মূল দর্শন হচ্ছে, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।

আকারের দিক থেকে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের বাজেট ১২ দশমিক ৩৪ শতাংশ বড়। চলতি অর্থবছর ২০২২-২৩ এ বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা নতুন অর্থবছরে বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকায়।
বরাবরের মতো এবারও উত্থাপিত হতে যাচ্ছে ঘাটতি বাজেট। নতুন অর্থবছরে বাজেট ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।
No description available.
অর্থ মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, এবারের বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও জিডিপির প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা। সে লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের মতো ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭ শতাংশ। তবে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ১ শতাংশ বাড়িয়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ শতাংশ করা হয়েছে।
 
নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫ লাখ কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। তবে অর্থবছর শেষ হয়ে এলেও রাজস্ব আদায়ে এখনও প্রায় ৩৫ হাজার কোটি টাকা ঘাটতি রয়ে গেছে। রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। এ ছাড়া এনবিআর বহির্ভূত অন্যান্য উৎস থেকে ৭০ হাজার কোটি টাকা আদায় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
আগামী বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে। চলতি অর্থবছর থেকে শুরু করে বিগত দুই অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা হলেও এবার তা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করা হচ্ছে। এ ছাড়া নারীদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে ৪ লাখ ও তৃতীয় লিঙ্গের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা করা হচ্ছে।
 
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা ও বৈদেশিক ঋণের পরিমাণ ধার্য হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৯০ কোটি টাকা। গত বছর এ পরিমাণ ছিল যথাক্রমে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা ও ৯৫ হাজার কোটি টাকা।
 

No description available.

 

 
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্তর খাত
 
২০২৩-২৪ বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে বরাদ্দের পরিমাণ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা। পরিবহন খাতের পরেও বরাদ্দের তালিকায় এগিয়ে আছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা বরাদ্দ দেয়ার পরিকল্পনা আছে। বরাদ্দ বিবেচনায় তৃতীয় অবস্থানে আছে শিক্ষাখাত, যেখানে বরাদ্দ দেয়া হচ্ছে ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা।
 
এ ছাড়া গৃহায়ণ ও কমিউনিটি খাতে ২৭ হাজার ৪৬ কোটি টাকা, স্বাস্থ্যখাতে ১৮ হাজার ৮৮০ কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৬ হাজার ২০৪ কোটি টাকা ও কৃষি খাতে ১০ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ দেয়ার কথা আছে।
 
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়

২০২৩-২৪ বাজেটে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দে শুরুতেই এসেছে স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রণালয়টি ৪০ হাজার ৫০৩ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩৪ হাজার ৬২ কোটি টাকা ও বিদ্যুৎ বিভাগ ৩৩ হাজার ৭৭৫ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে।
 
এর বাইরে রেলপথ মন্ত্রণালয় ১৪ হাজার ৯৬০ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ ১৪ হাজার ৮৬ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার ৯৮০ কোটি টাকা, স্বাস্থ্যসেবা বিভাগ ১২ হাজার ২০৯ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১২ হাজার ৯৮০ কোটি টাকা, নৌপরিবহন মন্ত্রণালয় ৯ হাজার ৪৭৪ কোটি টাকা ও সেতু বিভাগ ৯ হাজার ৬৪ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে।
 
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত প্রকল্প

প্রকল্পভিত্তিক গুরুত্বের জায়গা থেকে ২০২৩-২৪ বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এরপরেই মাতারবাড়ি পাওয়ার প্রজেক্ট, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, ঢাকা-আশুলিয়া এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণ আগামী অর্থবছরে আগ্রধিকারের তালিকায় সম্মুখে আছে।
 
গুরুত্বের তালিকায় আরও আছে পদ্মা সেতু রেল সংযোগ, হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, ফিজিক্যাল ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ।
  

No description available.

 

নতুন অর্থবছরের চ্যালেঞ্জ
 
২০২৩-২৪ অর্থবছরের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। নতুন বাজেটের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। তবে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসের মূল্যস্ফীতি যেখানে ৮ দশমিক ৮৫ শতাংশ, সেখানে নতুন অর্থবছরে পুরনো সব সংকটকে সামনে নিয়ে মূল্যস্ফীতি কমিয়ে আনা চ্যালেঞ্জিং মনে করছেন অর্থনীতিবিদরা।
 
বাজেটে প্রায় প্রতিটি পণ্যের দাম বাড়ানো হচ্ছে, আমদানিতে যোগ হচ্ছে অতিরিক্ত শুল্ক। সে হিসেবে মূল্যস্ফীতি কমিয়ে আনা কাঠামোগত ও বাস্তবিক পরিপ্রেক্ষিতে কঠিন বটে।
 
তবে চলতি অর্থবছরের তুলনায় এবারের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। ২০২২-২৩ সালে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ ছিল ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে ১ লাখ ২৬ হাজার ৫৭৬ কোটি টাকা হওয়ার কথা রয়েছে।
 
এদিকে বাজেটে চলতি অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে বাড়ছে নগদ সহায়তা বা ভাতার পরিমাণ। ২০২২-২৩ অর্থবছরে ভাতার পরিমাণ ছিল ৪১ হাজার ৮২১ কোটি টাকা, যা নতুন অর্থবছরে ৪৫ হাজার কোটি টাকায় উন্নীত হতে পারে।
 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ব বাণিজ্যের অবস্থা। এদিকে দেশে দেশে মুদ্রার অবমূল্যায়ন, উচ্চ মূল্যস্ফীতি ও ডলার এবং সরবরাহ সংকটের মধ্যে উত্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এখন দেখার পালা, স্মার্ট বাংলাদেশ হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে এ বাজেট কতটা প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার সম্মিলন ঘটাতে পারে। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031