• ঢাকা, বাংলাদেশ

শোকাবহ আগস্ট বরিশালে মোমবাতি প্রজ্বলন 

 obak 
01st Aug 2023 5:25 am  |  অনলাইন সংস্করণ

বরিশাল প্রতিনিধি : শোকাবহ আগস্ট মাসকে ঘিরে কর্মসূচির শুরুতে মোমবাতি প্রজ্বলন করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। সোমবার দিনগত রাত (০১ আগস্ট) ১২টা ১ মিনিটে বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সোহেল চত্বর দলীয় কার্যালয়সংলগ্ন ঐতিহ্যবাহী বিবির পুকুরকে ঘিরে এই কর্মসূচি পালন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোক ও বেদনার মাস। ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়।

মাসটিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে আগস্টের দিনের শুরুতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে বলে জানান নেতৃবৃন্দ। মাসব‌্যাপী নগ‌রী‌তে কর্মসূচি চলবে বলে জানান তারা।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930