নিজস্ব প্রতিবেদক : গত ২২ অক্টোবর ২০২২ তারিখ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর অক্টোবর সার্ভিস প্রােগ্রাম ২০২২ উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর আয়ােজনে রাজধানীর লিবার্টি স্কুল এন্ড কলেজে “Eye Camp & Diabetic Check “অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।লায়ন হামিদুল আলম সখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার আইপিডিজি এটিএম নজরুল ইসলাম।
এমজেএফ,আরসি হেড কোয়ার্টার লায়ন মােঃ শাহাদাত হােসেন এমজেএফ,সিনিয়র লায়ন মােঃ মােস্তাকিম বিল্লাহ মুকিম,লায়ন নিয়ামত উল্লাহ বাবু,ক্লাব সেক্রেটারী লায়ন মােঃ আলাউদ্দিন সরকার, ক্লাবের সাবেক সভাপতি লায়ন মনছুর আহমেদ,লায়ন এসএম কুদুস মিয়া ও লিবার্টি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব আশরাফুল আজম খান। দু:স্থ দরিদ্র মানুষের সেবাদান করার জন্য লায়ন্স ক্লাবের এই আয়ােজনে ৩৬১ জন চক্ষু রােগীকে চিকিৎসা দান করা হয়। এবং ১৫১ জন ডাইবেটিস রােগীর চিকিৎসা করা হয়। ১৬ জন। চক্ষু রােগীকে সনাক্ত করা হয় চোখের ছানি অপারেশনের জন্য।
উল্লেখ্য যে, রাজধানীর আগারগাঁওয়ে লায়ন চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করা হবে। অনুষ্ঠানে লিবার্টি স্কুল এন্ড কলেজের ২৫ জন স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রী কে আরসি হেড কোয়ার্টার লায়ন মােঃ শাহাদাত হােসেন প্রদত্ত ” Education for Better Service” স্কুল ব্যাগ উপহার। দেয়া হয়।