লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর উদ্দ্যোগে অসহায় সাধারণ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি: অদ্য ১৯ এপ্রিল বিকাল ৪টায় রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর পক্ষ থেকে অসহায় সাধারণ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ এর জেলা গভর্নর বীরমুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল বাসেত এমজেএফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন কামিং জেলা গভর্নর লায়ন আহমাদ উজ্জামান এমজেএফ,আইপিডিজি এটিএম নজরুল ইসলাম এমজেএফ, কেবিনেট সেক্রেটারি শেখ কামাল, কেবিনেট ট্রেজারার আব্দুল লতিফ সিদ্দিকী, ডিষ্ট্রিক হেডকোয়াটার লায়ন মোঃ শাহাদাত হোসেন এমজেএফ, সিনিয়র রিজন চেয়ারপার্সন এটিএম মুস্তাকিম বিল্লাহ মুকিম, রিজন চেয়ারপার্সন লায়ন শেখ ফরিদ আহমেদ, লায়ন মোঃ হোসেন,লায়ন মি: নান্নু প্রমুখ।
লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর সাবেক প্রেসিডেন্ট, জেলার রিজন চেয়ারপার্সন লায়ন হামিদুল আলম সখা এর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট লায়ন মোঃ মাসুম আহমেদ। ঢাকা হ্যাভেন এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আবুল হাশেম, ক্লাব সেক্রেটারি লায়ন আলাউদ্দিন সরকার, ট্রেজারার লায়ন ইন্জিনিয়ার আল আমিন, সাবেক প্রেসিডেন্ট লায়ন মোঃ মনসুর আহমেদ, এসএম কুদ্দুস মিয়া, লায়ন আনজুমান আরা শিমুল, লায়ন মহুয়া লিপি প্ৰমুখ। উল্লেখ্য যে,অসহায় সাধারণ মানুষের মধ্যে ১০০ শাড়ি ও ১০০ লুঙ্গি বিতরণ করা হয়।