• ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জুমা পড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 

 obak 
24th Sep 2023 2:41 pm  |  অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সে সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি মসজিদে জুমার নামাজ পড়ান তিনি।

নিউ ইয়র্ক সিটির প্রথম মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারে (আইসিসিএনওয়াই) বিদেশি নেতা হিসেবে প্রথম বার তিনি জুমার নামাজে ইমামতি করলেন। এ সময় জুমার আগে কোরআন তিলাওয়াত করেন এবং আজান দেন বাংলাদেশের খ্যাতিমান কারি শায়খ আহমাদ বিন ইউসুফ।

এসময় মসজিদটিতে আট শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে আনোয়ার ইবরাহিম নিউ ইয়র্কে অবস্থান করছেন। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মসজিদে যান। সেখানে তিনি জুমার আগে বক্তব্য প্রদান করেন এবং নামাজের ইমামতি করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031