• ঢাকা, বাংলাদেশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জাকের পার্টির তিন প্রস্তাব 

 obak 
29th May 2023 1:44 am  |  অনলাইন সংস্করণ

শফিউল মঞ্জুর ফরিদঃ গত ২৭ মে শনিবার রাজধানীর বনানীস্থ জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয।

আসন্ন অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডঃ সায়েম আমীর ফয়সল তিনটি  প্রস্তাবনা উপস্থাপন করেন। দলটির  প্রস্তাবনা হচ্ছে— সুস্পষ্ট মুদ্রানীতির প্রয়োগে ব্যাংকের প্রকৃত সুদের হার ৩ শতাংশ বৃদ্ধির আহ্বান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মজুতদারদের সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি। প্রতি বছর  টাকার মূল্য ও ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় ভূমি (ল্যান্ড) বা স্বর্ণ খাতে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ করার সুযোগ করে দিতে হবে।

বাজেটে সুষম বণ্টন ও গুণগত ব্যয় নিশ্চিত করার লক্ষ্যে অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠনের প্রস্তাব করে জাকের পার্টি। ডঃ সায়েম আমীর ফয়সল বলেন, ‘এবার প্রস্তাবিত বাজোটের আকার ৭ লাখ ৬৪ হাজার কোটি টাকা। ৬৪ জেলা দিয়ে যদি এ অঙ্ক ভাগ করা হয়, তাহলে প্রতি জেলা গড়ে পায় ১০ হাজার কোটি টাকা। বাংলাদেশের একটি জেলার জনসংখ্যা একটি ইউরোপিয়ান দেশের সমান। এত জনবহুল দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যদি না হয়, তাহলে জনসাধারণকে মূল অর্থনৈতিক স্রোতধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। এজন্য জেলা পর্যায়ে সরকার প্রয়োজন।’

‘সিন্ডিকেট-মুক্ত কৃষি খাত তৈরি, দেশে যাতে খাদ্য সংকট তৈরি হতে না পারে, সে জন্য ২ বছরের খাদ্য মজুত করা, কৃষকের উৎপাদিত শস্য ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সুষম কৃষির অগ্রগতিতে ভর্তুকি নিশ্চিত করার প্রস্তাব করেন দলটির  সিনিয়র ভাইস চেয়ারম্যান ।

জাকের পার্টির এই প্রস্তাবনা কার্যকর হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন ডঃ সায়েম আমীর ফয়সল। এ সময় দলটির মহাসচিব শামীম হায়দার উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031