• ঢাকা, বাংলাদেশ

মাদক মামলায় এসআইসহ দুজনের যাবজ্জীবন 

 obak 
22nd Jun 2023 1:20 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় গ্রেফতার হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলাল ও তার সহযোগী সুইপার মানিকসহ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (২১ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।


হেলালের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। আর সুইপার মানিক ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের বাদল দাসের ছেলে। মানিক বর্তমানে পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ জুন পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদক বিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। আটক আসামিরা জানান, পীরগঞ্জ থানার এসআই হেলাল তাদের ইয়াবা, ফেনসিডিল ও গাজা সরবারহ করে থাকেন।
সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করেন ডিবি পুলিশ। পরে ২৩ জুন দুপুরে ডিবি পুলিশের একটি দল হেলালের বসবাসরত স্থান পীরগঞ্জ থানার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে।
উক্ত মামলায় জামিনে মুক্তি পেয়ে মানিক পালতক থাকায় বুধবার জেলা ও দায়রা জজ আদালতে পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলালকে হাজির করা হয়।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচার মামুনুর রশিদ এ রায় প্রদান দেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী শেখর কুমার রায়।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930