obak
05th Jul 2023 8:54 am | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক: ঈদের ছুটি শেষে ফের কর্মস্থলে ফিরছেন মানুষ। বুধবার (৫ জুলাই) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে যানবাহন ও যাত্রীদের চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তিতে চলাচল করছেন তারা।
যাত্রীরা বলেন, শনিবার (৮ জুলাই) গাজীপুরের বেশির ভাগ শিল্প প্রতিষ্ঠান খুলবে, যে কারণে সড়কে ভোগান্তি না থাকায় আগেভাগেই অনেকেই চলে আসছেন। তবে দু’একটি গণপরিবহনের বিরুদ্ধে ভাড়া বেশি নেয়ার অভিযোগ করেন কেউ কেউ।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সময় সংবাদকে বলেন, সকালের তুলনায় বিকেলে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সময় সড়কে আমরা কাজ করে যাচ্ছি।