obak
27th Jul 2023 8:31 am | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনায় বাসযাত্রীর কোমরের বেল্ট থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় কুসুম পোদ্দার নামে এক যুবককেও আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে দর্শনা হঠাৎপাড়া এলাকায় স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করা হয়।আটক কুসুম পোদ্দার গাজীপুর জেলার টুঙ্গি উপজেলার টুঙ্গিভরান গ্রামের হারি সাধন পোদ্দারের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দর্শনা হঠাৎপাড়া নামক স্থানে অবস্থান নেয়। এ সময় যাত্রীবাহী একটি বাস থেকে এক যুবক নেমে হঠাৎপাড়া রেলক্রাসিং এলাকায় ঘোরাঘুরি করছিলেন।
এ সময় সন্দেহ হলে বিজিবি টহল দল কুসুম পোদ্দারকে আটক করে তার দেহ তল্লাশি করে। এরপর তার কোমরে প্যাঁচানো অবস্থায় বেল্টের ভেতর থেকে দুই কেজি ৩৫০ ওজনের ছোট-বড় ৪টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে।
এ ঘটনায় নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন। আর উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয় বলে জানান ওই বিজিবির পরিচালক।