• ঢাকা, বাংলাদেশ

বসিক নির্বাচন: আহত হাতপাখার ফয়জুলের খোঁজ নিলেন জাহাঙ্গীর 

 obak 
17th Jun 2023 5:00 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: বরিশাল সিটি নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৫ জুন) গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে এসে ফয়জুল করিমের খোঁজখবর নেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা।

শনিবার (১৭ জুন) সকালে এর সত্যতা স্বীকার করেন চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ।


তিনি বলেন, রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরিফে এসে পৌঁছান। তিনি সেখানে এক ঘণ্টা অবস্থান করেন।
এ সময় সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী মুফতি ফয়জুল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় জাহাঙ্গীর আলম ও মুফতি ফয়জুল করিম একান্তে কথা বলেছেন।

তবে তাদের মধ্যে কী বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে- সেই বিষয়ে কিছু জানেন না জানিয়ে সানাউল্লাহ বলেন, মুফতির কক্ষ থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।

এ বিষয়ে জানতে মুফতি ফয়জুল করিমকে কল করা হলে তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, সোমবার (১২ জুন) দুপুরে নগরীর চৌমাথা এলাকায় বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন রাতেই মাইনুল ইসলাম স্বপন  ও পরদিন মঙ্গলবার (১৩ জুন) রিজভীকে আটক করে পুলিশ। তবে এ ঘটনায় শনিবার (১৭ জুন) পাঁচ দিন হলেও কোনো মামলা হয়নি।

গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে দ্বিগুণ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি পেয়েছেন ৮৭ হাজারর ৮০৮ ভোট; আর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ৩৩ হাজার ৮২৮ ভোট।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930