• ঢাকা, বাংলাদেশ

পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৭ 

 obak 
08th Aug 2023 3:00 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে বালগাটার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও রয়েছেন। সোমবার (৭ আগস্ট) রাতে বেলুচিস্তানের পঞ্জগুর জেলায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর দ্য ডনের।

পঞ্জগুরের ডেপুটি কমিশনার আমজাদ সোমরো বলেন, ‘বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসা একটি গাড়িকে লক্ষ্য করে ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছিলো। গাড়িটিতে বালগাটার ইউসি চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুবসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। গাড়িটি বলগাটার এলাকায় চাকর বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়। এতে ইউসি চেয়ারম্যানসহ ৭ জন মারা যান।’
 
নিহত অন্যরা হলেন: মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম, ওয়াজিদ, ফিদা হুসেন, সরফরাজ এবং হায়দার। তারা বালগাটার ও পঞ্জগুরের বাসিন্দা। তবে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো জানা যায়নি।
এখন পর্যন্ত কোনও গ্রুপ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
 
এর আগে, গত ৩০ জুলাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় জামিয়াত উলেমা ইসলাম–ফজল নামে একটি রাজনৈতিক দলের সম্মেলনে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। এতে ৬৩ জন নিহত ও শতাধিক আহত হন। এ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031