• ঢাকা, বাংলাদেশ

দেশে আরও ৩০টি গ্যাসকূপ খনন সম্ভব 

 obak 
13th Aug 2023 1:11 pm  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ৩০টি নতুন কূপ খনন সম্ভব বলে জানিয়েছেন জ্বালানী বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া।

রোববার (১৩ আগস্ট) ‘বঙ্গবন্ধুর ভাবনায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে তিনি এ তথ্য তুলে ধরেন।

সকালে রাজধানীর সেগুনবাগিচায় হাইড্রোকার্বন ইউনিটের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
 
মূল প্রবন্ধে ড. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, দেশের বর্তমান গ্যাস মজুতের বাইরেও ৩০টি কূপ খনন সম্ভব। এর মাধ্যমে নতুন আরও ১৫ টিসিএফ গ্যাস রিজার্ভে যোগ হবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব (অপারেশন) মোহাম্মদ জাকীর হোসেন।
 
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) খালিদ আহম্মেদ।
হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. শামীম খানের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জ্বালানি ও টেকসই গবেষণা ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী এবং পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031