obak
05th Jul 2023 8:48 am | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক: দেশের প্রতিটি বাহিনীই সাধারণ মানুষের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাহিনীটির সদর দফতরে আয়োজিত দরবারে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমদানি করতে হয়েছে এরপর বাজারে দামের ঝাঁজ কমে এসেছে। কিছুদিন আগে পেঁয়াজের দামও বেড়ে যায়, তখনও আমদানি করতে হয়েছিল। খাদ্য নিরাপত্তার পর এখন সরকারের লক্ষ্য খাদ্য সংরক্ষণ করা৷ যাতে কারও কাছে চাইতে না হয়।
পদ্মা সেতু নির্মাণের সফল বাস্তবায়নের পর দাতাগোষ্ঠী ঋণ দেয়ার সময় আর শর্ত দেয়ার সাহস পায় না বলেও জানান তিনি৷
পিজিআরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই প্রশিক্ষণকে গুরুত্ব দেয় সরকার। তাই মিলিটারি একাডেমিসহ প্রতিটি প্রতিষ্ঠানই এখন উন্নত। পুরাতন বাণিজ্য মেলার মাঠের ৫ একর জায়গা পিজিআরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।