• ঢাকা, বাংলাদেশ

তৌকির-বিপাশার ভালোবাসার দুই যুগ 

 obak 
23rd Jul 2023 1:46 am  |  অনলাইন সংস্করণ

বিনোদন ডেস্ক: বাংলাদেশের অন্যতম খ্যাতিমান দুই অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। পর্দায় এই জুটি যেমন দর্শকদের নজর কেড়েছে তেমনি বাস্তবেও অনন্য উদাহরণ তৈরি করেছে। কারণ, আজ এ তারকা জুটির ২৪তম বিবাহবার্ষিকী।

তারকা জগতে যেখানে প্রেম-বিয়ে ভাঙার ঘটনা হরহামেশাই ঘটতে দেখা যায়, সেখানে বিবাহিত জীবনে একসঙ্গে ২৪টি বসন্ত পার করে ফেলেছেন তারা।

অন্যদিকে জনপ্রিয় অভিনেতা বাবা আবুল হায়াতের পথ অনুসরণ করে নয়ের দশকে অভিনয় জগতে পা রাখেন বিপাশা হায়াত। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি টান অনুভব করায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন গুণী এ অভিনেত্রী।
 
নয়ের দশকে একসঙ্গে অনেক কাজ করতে শুরু করেন তৌকির-বিপাশা জুটি। সহশিল্পীর সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম, ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। ওই সময় টিভি পর্দায় তারা হয়ে ওঠেন জনপ্রিয় জুটি।
 

তাদের ভালোবাসার সম্পর্ক গভীরতা লাভ করে ১৯৯৯ সালে। ওই বছরের জুলাইয়ের ২৩ তারিখে অর্থাৎ আজকের এই দিনে অভিনেত্রী বিপাশা হায়াতকে বিয়ে করেন তৌকির।
 
ক্যারিয়ারে জীবনে তারা যেমন সফল তেমনি তারা সফল ব্যক্তিগত জীবনেও। সন্তান, সংসার সামলিয়েছেন সুনিপুণ হাতে। এ তারকা জুটির সংসারে রয়েছে এক মেয়ে আরিশা আহমেদ ও এক ছেলে আরীব আহমেদ।
 
দেখতে দেখতে বিবাহিত জীবনে একসঙ্গে ভালোবাসার দুই যুগ পার করলেন জনপ্রিয় এ তারকা জুটি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031