obak
22nd Jul 2023 5:34 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক পরিমণ্ডলে ৭ হতে ১১ জুলাই, ২০২৩ পর্যন্ত আমেরিকার বোস্টনে মানব সেবার ব্রতে শপথ গ্রহণ অনুষ্ঠানে Lions International, District 315 B2, Bangladesh এর নির্বাচিত প্রতিনিধি District Governor Lion Ahammad Uzzaman MJF এবং তদীয় পত্নি Lion Prof. Jannatul Bakya এর উপস্থিতি এবং শপথ গ্রহণ শেষে ইতোমধ্যে বাংলাদেশে ফিরে আসার পর ডিস্ট্রিক্ট এর লায়ন নেতৃবৃন্দ হৃদয় উজাড় করা ভালেবাসা ও আন্তরিকতায় শান্তির প্রতিক শ্বেত কপোত উড়ায়ে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছায় Hearty Welcome জানিয়ে বরণ করে নিয়েছেন।
গতকাল ২১/০৭/২০২৩ তারিখ, শুক্রবার অপরাহ্ন ৫.০০ ঘটিকায় ঢাকাস্থ আগারগাঁও এর Lion Head Quarter-এ আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন ডিস্ট্রিক্ট এর Proud past, PDG, IPDG, Top ten, বিভিন্ন ক্লাবের লায়ন ও লিও লিডারগণ হৃদয় স্পর্শী ভালোবাসার অনন্যতায় District Governor Lion Ahammad Uzzaman MJF & his spouse Lion Prof. Jannatul Bakya, 1st Vice District Governor Lion Md. Shafiul Alam Shamim MJF & his spouse Lion Nayema Sherin এবং সার্ভিস ম্যান হিসেবে খ্যাত 2nd Vice District Governor Lion Shahadat Hossain PMJF & his spouse Lion Shirin Sultana কে Hearty Welcome জানিয়ে সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থেকে লায়ন হামিদুল আলম সখা ও লায়ন মোঃ আবুল হাশেম, রিজন চেয়ারপার্সন এবং লায়ন মহুয়া লিপি, ভাইস প্রেসিডেন্ট ফুলেল শুভেচ্ছায় নেতৃবৃন্দকে অভিষিক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IPDG বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল বাছেত MJF এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন Cabinet Secretary Lion মোঃ জাফর ইকবাল RC, Head Quarter.