obak
22nd Jul 2023 5:55 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: ঝালকাঠির সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সদর উপজেলার ছত্রকান্দায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি বাসাট পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এদিকে দুর্ঘটনার পর খুলনা-ঝালকাঠি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।