obak
27th Jun 2023 7:15 am | অনলাইন সংস্করণ
শফিউল মঞ্জুর ফরিদঃ গত ২৫ শে জুন রবি বার সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী স্বপরিবার ও দলীয় নেতাকর্মী সহ টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত করেন।
উক্ত সময়ে নবনির্বাচিত এ মেয়র প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নেত্রী আমার ওপর আস্থা রেখে সিলেট নগরবাসীর সেবক হতে নৌকার মনোনয়ন দিয়ে ছিলেন। সিলেটবাসী আওয়ামী লীগকে এবং নৌকাকে ভালোবাসে। তাই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করে প্রমান করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামীতে সিলেটবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাব।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে ধানমন্ডি মহিলা আওয়ামী লীগ এর সভাপতি শেখ মিলি, লন্ডন প্রবাসী আওয়ামী লীগ, সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।