• ঢাকা, বাংলাদেশ

গুণীজন ও লেখক সম্মাননা প্রদান 

 obak 
07th Nov 2023 4:08 pm  |  অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংক সাহিত্যিকর্মীদের সংগঠন “অধিকোষ” এর বর্ষায়ন সংখ্যা “শ্রাবণপত্র” নামে প্রকাশিত টেবলয়েড প্রকাশনার পাঠ উন্মোচন, প্রাক্তন ম্যানেজিং কমিটির গুণীজনদেরকে সংবর্ধনা এবং ২০২২ সালে প্রকাশিত “অরুণোদয়” বার্ষিকীর শ্রেষ্ঠ প্রাবন্ধিক, গল্পকার ও কবিগণকে সম্মাননা প্রদান করা হয়।

গতকাল ০৬/১১/২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংক লাইব্রেরিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাননীয় ডেপুটি গভর্নর নূরুন নাহার প্রধান অতিথি এবং নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আশ্রাফুল আলম, এইচআরডি প্রধান হোসনে আরা শিখা, ব্যাংকের সাহিত্যমনা ব্যক্তিবর্গ এবং অধিকোষ ম্যানেজিং কমিটির কর্মকর্তাবৃন্দ।

নাজমুল হুদা’র প্রাণবন্ত সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি লিজা ফাহমিদা।
সৃজনশীল এই সংগঠনের ধারাবাহিক কর্মকাণ্ডকে অবিরতভাবে পরিচালিত রাখার লক্ষ্যে প্রধান অতিথি নূরুন নাহার তাঁর প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন এবং বিশেষ অতিথি খুরশীদ আলম সংগঠনের একজন উপদেষ্টা হিসেবে তাঁর সার্বিক পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অতঃপর শ্রাবণপত্রের পাঠ উন্মোচন করে গুণীজনদেরকে ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিধান এবং লেখকগণকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মনোনীত গুণীজনেরা হলেন : মিজানুর রহমান জোদ্দার, ম.আনোয়ারুল আমীন, সৈয়দ নূরুল আলম, মঞ্জুর উল হক, শাহীন আখতার এবং মকবুল হোসেন সজল। আর ২০২২ সালের সেরা লেখকগণ হলেন : লায়ন মোঃ আবুল হাশেম, ড. শামীম আরা, ইস্তেকমাল হোসেন, তপন চৌধুরী, নাসরীন বানু, হায়দার সাফী, ময়েজ উদ্দীন, ইভানা আক্তার, তানিয়া মুস্তাফিজ ও শফিকুল ইসলাম।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031