• ঢাকা, বাংলাদেশ

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫১ 

 obak 
02nd Jul 2023 3:54 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার নাকুরু শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ‍মৃত্যু বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার (৩০ জুন) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কেরিচো ও নাকুরু শহরের মধ্যবর্তী ব্যস্ততম সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি যানবাহন এবং পথচারীদের ধাক্কা দেয়। এই ঘটনায় প্রাথমিকভাবে ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে পরবর্তীকালে এটি বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
 
স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, ‘আহত আরও তিনজন মারা যাওয়ার পর মৃত্যু বেড়ে ৫১ হয়েছে।’
মায়েক আরও বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ৩০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। মৃত্যু আরও বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা ৩০ জনের খবর নিশ্চিত হতে পেরেছি।
 
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির পরিবহনমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে।’
 
কেনিয়া রেডক্রস জানিয়েছে, ট্রাকটি ৬টিরও বেশি যানবাহনকে ধাক্কা দেয় এবং পথচারীদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় টেলিভিশনে পোস্ট করা ছবিতে দুমড়েমুচড়ে যাওয়া কয়েকটি গাড়ি দেখা গেছে।
এ ঘটনায় কেরিচোর গভর্নর গভীর শোক প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে গভর্নর এরিক মুতাই বলেন, ‘আমার হৃদয় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। কেরিচোর মানুষের জন্য এটা অন্ধকার মুহূর্ত। নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

খবর আল-জাজিরার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031