• ঢাকা, বাংলাদেশ

কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬ 

 obak 
30th Jul 2023 6:00 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার আলবার্টায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়,  স্থানীয় সময় শুক্রবার (২৮ জুলাই) রাতে উড়োজাহাজটি একজন পাইলট এবং পাঁচজন যাত্রী নিয়ে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং ব্রিটিশ কলাম্বিয়ার স্যামন আর্মের দিকে রওনা হয়।

আরসিএমপি’র স্টাফ সার্জেন্ট রায়ান সিঙ্গেলটন বলেন, রাত সাড়ে ৯টার দিকে বিমানের যাত্রীদের সঙ্গে আত্মীয়রা যোগাযোগ হারিয়ে ফেলেন। এর কয়েক ঘণ্টা পরে বিমানটির গন্তব্যে পৌঁছাতে বিলম্বিত হওয়ার খবর পাওয়া যায়। এরপরই অনুসন্ধানে নামে উইনিপেগভিত্তিক রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স (আরসিএএফ)।
আরসিএএফ ক্রুরা ক্যালগারির প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে পাহাড়ি এলাকা কানানাস্কিস কান্ট্রির মাউন্ট বোগার্টে বিধ্বস্ত অবস্থায় নিখোঁজ বিমানের সন্ধান পায়। দুর্ঘটনাস্থলটি কানানাস্কিস গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।
 
আরসিএএফ ক্রুরা দুর্ঘটনাস্থলে বেঁচে যাওয়া আরোহীদের অনুসন্ধান করেন। কিন্তু কাউকে জীবিত পাওয়া যায়নি। বিমানের আরোহী ছয় জনই মারা গেছেন বলে জানিয়েছেন সিঙ্গেলটন।
তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930