• ঢাকা, বাংলাদেশ

কলকাতা থেকে আগত বাচিক শিল্পীদের সংবর্ধনা দিয়েছে মহুয়া সাংস্কৃতিক পরিষদ 

 obak 
18th Jul 2023 4:31 am  |  অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ১৭ জুলাই ২০২৩ তারিখ বিকাল ৫টায় মহুয়া সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে কলকাতা থেকে আগত বাচিক শিল্পী “শিল্পী স্নাতা” এর নেতৃত্বে বাচিক শিল্পী ও স্রোতি নাটক শিল্পী এর আগমন উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেনাকল্যাণ ভবনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহুয়া সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি লায়ন হামিদুল আলম সখা। বাচিক শিল্পী শিল্পী স্নাতাএর সফর সঙ্গী ছিলেন শুভাশিস ঘোষ ঠাকুর,আত্রেয়ী ঘোষ ঠাকুর, কৃষ্ণা ঘোষ ,দেবযানী দাস।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব বিশিষ্ট কবি মোঃ হুমায়ুন কবির (অর্ণব আংশিক)।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক থিয়েটার এর সাধারণ সম্পাদক পিনাকী রঞ্জন সরকার, বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের ঝর্ণাধারা শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কৃষ্ণা মিত্র,ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর প্রচার সম্পাদক লায়ন মোঃ আবুল হাশেম, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সহ সভাপতি কল্যাণ প্রসাদ কানু ,পুস্পধারা প্রোপার্টিজ লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি অর্ণব আংশিক,শিল্পী স্নাতা,কৃষ্ণা,দেবযানী,ফরিদা বেগম, হামিদুল আলম সখা প্রমুখ।স্রোতি নাটক পরিবেশন করেন শুভাশিস ঘোষ ঠাকুর ও অত্রঈয় ঘোষ ঠাকুর। সংগীত পরিবেশন করেন কৃষ্ণা মিত্র ও দেবযানী।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কলকাতা থেকে আগত শিল্পীবৃন্দকে বাংলা ভাষা আন্দোলনের ৬০ বৎসর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকনোট ,ড. আবুল কালাম আজাদ ও হামিদুল আলম সখা এর সম্পাদিত” বঙ্গবন্ধুর গল্প “ও হামিদুল আলম সখা এর কাব্য গ্রন্থ “প্রেম ও দ্রোহের কবিতা ” উপহার দেন মহুয়া সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি লায়ন হামিদুল আলম সখা।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930