obak
07th Jun 2023 2:52 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদন: রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন লেগে ৫ জন দগ্ধ হয়েছেন। এদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডিপিডিসির হাইভোল্টেজ বিদ্যুতের পাইপলাইনে কাজ করার সময় আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাজধানীর ওয়ারীতে ডিপিডিসির হাইভোল্টেজ বিদ্যুতের পাইপলাইনের কাজ চলছিলো। রাত দুইটার দিকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় হঠাৎই আগুন লেগে যায়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের ভবনে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তিন ঘণ্টার চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।