• ঢাকা, বাংলাদেশ

এটা মনের বিষন্নতার ছবি নয় 

 obak 
24th May 2023 3:17 am  |  অনলাইন সংস্করণ
সামিদা ইয়াসমিন:
এটা মনের বিষন্নতার ছবি নয়।
৮০ দশকে শাড়ি পরার স্টাইল এরকম ই ছিল।
দিন বদলায়, যুগ বদলায় মন-রুচি ও বদলায়।
বাংলাদেশে মমতাকাতর মনটাকে ও বদলাতে হয় নিষ্ঠুর হতে হয়।
আগের দিনের এই অভূতপূর্ব  টপৌরে ভঙ্গিতে এখন আর কেউ কাপড় পরেনা।
সমরেশ বসুর সেই ” ইন্দ্রনাথের” সময়ের কথা।
তখনকার সময়ে এই ভঙ্গিতে ই ছিল বিস্ময়, চোখের নেশা আর মুগ্ধতা।
আমি মাঝে মাঝে অামার অতীত জীবনের এই একাকী, নীরব সময়ে চলে যাই।
সেইদিনের বাবা-মা এর স্নেহাদর, নির্ভেজাল বাল্য-প্রেম,ভালবাসা আর মমতাকাতর অনুভূতির ছাঁয়াতলে।
আমার অনুসন্ধিৎসু চোখের প্রশ্ন, আজ কেন মানুষ  এত বিবেকহীন, নীতিহীন,লোভী??
জন্মেছিলাম নিস্পাপ হয়ে, জীবন কাটিয়ে দিলাম আদর্শ কে পুঁজি করে।
রয়ে গেলাম নামহারা/সৌন্দর্যহীন ঘাসফুলটি হয়ে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031