obak
09th Oct 2023 6:54 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: বিপুল সংখ্যক হামাস যোদ্ধা ইসরায়েলে প্রবেশ অব্যাহত রেখেছে। গাজার সীমান্তবর্তী কিছু ইসরায়েলি শহরে এখনও সক্রিয় যুদ্ধ চলছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে।
আইডিএফ জানিয়েছে, সীমান্ত বেড়া এবং অন্যান্য পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। হামাস যোদ্ধারা যেসব পয়েন্ট দিয়ে ইসরায়েলে প্রবেশ করছে সেসব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
ইহুদি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণাঞ্চলে গুলি বিনিময়ের সময় তিনজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী আরও ১৬ জন নিহত সৈন্যের নাম প্রকাশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে দাড়িয়েছে। আহতের সংখ্যা ২,২৭০।