obak
19th Jul 2023 1:39 pm | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ও রাজনৈতিক ইস্যুতে মিছিল স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। পদযাত্রা, পথসভা ও সভা সমাবেশে রাজপথ এখন রাজনৈতিক নেতাকর্মীদের দখলে। প্রতিদিনই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠন।
আগামী ২২ জুলাই ঢাকা বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (১৯ জুলাই) বিকেলে নগরীর মন্ডলপাড়া এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।
সংগঠনের সভাপতি আবুল কাউছার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় নেতারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সব মামলা প্রত্যাহারসহ সরকারের পদত্যাগ দাবি করেন। পরে পদযাত্রা বের করে সেখান থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এদিকে পদযাত্রার নামে দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও উন্নয়নের শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।
বিকেলে নগরীর চাষাঢ়ায় শহীদ মিনার চত্বরে সমাবেশের পর শান্তি মিছিল বের হয়ে ডিআইটি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল।