obak
03rd Aug 2023 8:20 am | অনলাইন সংস্করণ
বাণিজ্য ডেস্ক: ইউরোর বিপরীতে মান কমছে রাশিয়ার মুদ্রা রুবলের। কমতে কমতে এ মুদ্রার মান ইউরোর বিপরীতে ২০২২ সালের মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আরটি এ তথ্য জানিয়েছে।
বুধবার (২ আগস্ট) মস্কো এক্সচেঞ্জের লেনদেনে রুবলের মান ইউরোর বিপরীতে প্রায় ২ শতাংশ কমেছে, যা ২০২২ সালের মার্চের পর ইউরোর বিপরীতে মুদ্রাটির সর্বনিম্ন মান। লেনদেনে প্রতি ইউরোর সমান দাঁড়ায় ১০৩ রুবল।
একই সঙ্গে ডলারের বিপরীতেও মান হারায় মুদ্রাটি। দরপতনের ফলে প্রতি ডলারের সমান দাঁড়ায় ৯৪ রুবল।
এ প্রসঙ্গে ব্যবসায়িক দৈনিক আরবিকে এর এক পোলে বিশেষজ্ঞরা বলেছেন, বৈদেশিক মুদ্রার ব্যাপক চাহিদার কারণেই মূলত রুবলের মান পড়ে গেছে।
আলফা ইনভেস্টমেন্টের বিশ্লেষকরা জানান, মাস শেষে রফতানিকারকরা কর দিতে ফরেক্স আয় বিক্রি করছেন। সে সময়ে রুবল কিছুটা শক্তিশালী হয়। কিন্তু মাসের ২৮ তারিখে যখন ট্যাক্স পিরিয়ড বা সময়কাল শেষ হয় তখন রুবলের মান পড়তে থাকে।
এদিকে রেনেসাঁ ক্যাপিটালের বিশেষজ্ঞরা বলেছেন, তেলের দাম বাড়িয়ে রুবলের পতন ঠেকানো সম্ভব। পাশাপাশি আমদানি নিয়ন্ত্রণ করেও মুদ্রাটির মান বাড়ানো যাবে বলে মনে করেন তারা।
অন্যদিকে রুশ মুদ্রার মান পড়ে যাওয়াকে রাশিয়ার আর্থিক স্থিতিশীলতার জন্য কোনো ঝুঁকি হিসেবে দেখছে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি তারা জানিয়েছে, রুবলের অবমূল্যায়ন বাণিজ্যের ভারসাম্য পরিবর্তনের ফলাফল। এতে রাশিয়ার আর্থিক স্থিতিশীলতায় কোনো হুমকি সৃষ্টি হবে না।