• ঢাকা, বাংলাদেশ

আজ ছড়াকার আনজীর লিটন এর জন্মদিন  

 obak 
17th Jun 2023 2:25 pm  |  অনলাইন সংস্করণ
বাংলাদেশে ছড়া লিখে প্রসিদ্ধ হয়েছেন,সুনাম কুড়িয়েছেন দুজন।এক, লুৎফর রহমান রিটন  দুই, আনজীর লিটন।
আনজীর লিটন ময়মনসিংহের কৃতি সন্তান। ময়মনসিংহ জিলা স্কুলের সবুজ চত্বর ও বিশাল  রেন্ট্রি গাছের ছায়ায় বেড়ে ওঠা এক তাজা তরুণ।চল্লিশ বছর আগে যেমনটি দেখেছি আজও তেমন।অবয়বে চুলগুলো কমেছে ও মাথার সবগুলো চুল সাদা হয়ে গেছে। আনন্দমোহন কলেজের গন্ডিপেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবন কেটেছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।আমঝুপিতে।
কবিতা ও ছড়া লেখার পরিবেশ পেয়েছিল আনজীর।আশির দশকে উত্তাল ছাত্ররাজনীতি ছিল।ছাত্রলীগের শ্লোগানে একাত্ম হয়ে বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে বিলিয়ে দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনে ছিল মুখরিত।
বাংলা একাডেমির একুশে বইমেলায় আনজীর লিটন ছিল সর্বদা ব্যাতিব্যস্ত। অনেকগুলো ছড়াগ্রন্থ বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমির পুরস্কার পেয়েছেন।
আনজীর লিটন বাংলাদেশ শিশু একাডেমির দুই মেয়াদে পরিচালক পদে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিশু একাডেমিকে একজন শিশু সাহিত্যিক ও ছড়াকার হিসেবে সম উচ্চতায় দাড় করিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার স্নেহভাজন আনজীর লিটন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করেছেন।
আজ আনজীর লিটন এর জন্মদিন।এ জন্মদিনে অনেক সংগঠন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে মহুয়া সাংস্কৃতিক পরিষদ,বৃহত্তর ময়মনসিংহ লেখক সাংবাদিক ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধের গবেষণা মূলক সংগঠন সহযোদ্ধা একাত্তর,শহিদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ,ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ প্রমুখ।
শুভ কামনা রইলো ছড়াকার বাংলা একাডেমির মহাপরিচালক আনজীর লিটন এর প্রতি।
লায়ন হামিদুল আলম সখা
প্রধান সম্পাদক
অবাক পৃথিবী
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930