• ঢাকা, বাংলাদেশ

অবরোধ: নয়াপল্টনে সতর্ক অবস্থানে পুলিশ 

 obak 
05th Nov 2023 9:06 am  |  অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক : সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। রবিবার ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এ অবরোধে সমর্থন জানিয়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করছে। এদিকে জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

বিএনপি-জামায়াতের অবরোধ ঘিরে রাজধানীর নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এ ধাপে অবরোধের প্রথম দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রবিবার সকাল ৯টায় নয়াপল্টনে গিয়ে দেখা যায়, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রিকশাসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। নেতা-কর্মীদের কোনো ধরনের মিছিল বা রাস্তা অবরোধের ঘটনা দেখা যায়নি। বিএনপি কার্যালয়ের মূল গেটে তালা ঝুলতে দেখা গেছে।

এদিকে অবরোধে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য বিএনপি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিএনপি কার্যালয়ের দু’পাশে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে বিগত দিনের মতো বিএনপি কার্যালয়ের আশপাশের গলিতে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

নয়াপল্টনে দায়িত্বপালনকারী ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (পেট্রোল) মো. মিজানুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ ঘিরে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নয়াপল্টনে যাতে এমন কোনো ঘটনা না ঘটে এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930