Office Desk
28th May 2024 3:31 pm | অনলাইন সংস্করণ
শফিউল মঞ্জুর ফরিদঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার) এর নির্দেশনায় রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে মে, মঙ্গলবার সকালে ১১টায় উত্তরা লেডিস ক্লাবের সভা কক্ষে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আরাফাত খান (পিপিএম) কর্তৃক আয়োজনে এ সমন্বয় সভায় কিশোর গ্যাং, ফুটপাতের হকার উচ্ছেদ, চুরি, ছিনতাই রোধে কমিউনিটি পুলিশের ভূমিকা ও করণীয়, থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত করণ, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, গুজবের ব্যাপারে সকলকে সচেতন থাকা, ফুটপাতে অবৈধ হকার মুক্ত করা, পরিবহনে চাঁদাবাজি বন্ধ এবং যানজট নিরসনে করণীয় সহ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত খান (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম (বিপিএম-বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট জোনাল টিম, ডিবি উত্তরার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ (পিপিএম) এবং বিমানবন্দর জোনের সিনিয়ার সহকারী পুলিশ কমিশনার আসমা আক্তার সোনিয়া৷
সহ সভায় আরও উপস্থিত ছিলেন- আর্মড পুলিশ ব্যাটালিয়ন এয়ারপোর্ট (১৩) এর সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম, ট্রাফিক উত্তরা বিভাগ (এয়ারপোর্ট জোন) এর সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টু, উত্তরা ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার খান সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সভায় অতিথিবৃন্দ আইন শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পুলিশ বদ্ধপরিকর বলে জানান সেই সঙ্গে আইন শৃঙ্খলার সমস্যার বিষয়ে অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সকলকে উৎসাহিত করেন। স্থানীয় বক্তারা এমন সভার আয়োজন করায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ধরনের সমন্বয় সভা প্রতি মাসে আয়োজন করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন। তারা এমন সভা আয়োজন করায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহজাহান পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Array