Office Desk
20th May 2024 12:44 pm | অনলাইন সংস্করণ
শফিউল মঞ্জুর ফরিদঃ গত ১৮ ই মে শনিবার দুপুর ২ টার দিকে বিমানবন্দর থানাধীন গোলচত্বর ফ্লাইভার এর উপর একজন বৃদ্ধ অসুস্থ মহিলাকে অনিরাপদ জায়গায় শুয়ে থাকতে দেখে নাজমুল ইসলাম বাবু নামের জনৈক এক ব্যক্তি বিমানবন্দর থানা পুলিশকে বিষয়টি অবগত করলে বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর মোঃ আজিজুর তালুকদার ও তার সঙ্গীয় ফোর্সসহ বিমানবন্দর থানাধীন উক্ত জায়গা থেকে উপস্থিত লোকজনের সহযোগিতায় বৃদ্ধ এই মহিলাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা দিলে বৃদ্ধ মহিলা সুস্থ হয়ে কথা বলতে সক্ষম হয়।
পরবর্তীতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার নাম ঠিকানা পাওয়া যায়।(আনোয়ারা বেগম(৬৫) , পিতা- হাচান আলী স্বামী- আবু তাহের, মাতা-মুধবিবি, সাং- সাতিরপাড়া , থানা-নরসিংহদী সদর , জেলা- নরসিংদী)।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত খান (পিপিএম) এর নিদের্শনা অত্র থানার পুলিশ পরিদর্শক (অপারেশন ) জনাব খোরশেদ আলমের নেতৃত্বে এস আই মোঃ আজিজুর তালুকদার , এএসআই জিয়ারুল হক, এএসআই নাসির হোসেন মহিলার দেওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলে তাদের আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়। ঐদিন রাত আনুমানিক ৯ টার দিকে তাহার মেয়ে (মোসা- লিলি বেগম (৪০) পিতা- আবু তাহের মিয়া, মাতা- আনোয়ারা, সাং- কাউলিয়া পাড়া, থানা- সদর, জেলা- নরসিংদী) সহ পরিবারের লোকজন আসলে উদ্ধারকৃত আনোয়ারা বেগমকে তাহার মেয়ের জিম্মায় প্রদান করা হয়।
এ বিষয়ে ভিকটিমের মেয়ে লিলি বেগম সন্তুষ্টি প্রকাশ করে বলেন পুলিশের এ ধরনের মানবিক কর্মকান্ডে পুলিশের প্রতি জনগণের আস্থা আরো মজবুত হবে। আমার পরিবারের কাছে পুলিশের এ ধরনের কর্মকাণ্ড একটি মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।
Array