কাজাখস্তানে চলছে ‘দম’-এর দম পরীক্ষা

বিনোদন ডেস্ক: অচেনা এক দেশ আর পর্বত ঘেরা দুর্গম এলাকা। সেখানে হঠাৎ দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। সাথে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, শিল্পনির্দেশক শহীদুল ইসলাম ও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে এলে দর্শকের মনে পড়ে যায়, আসন্ন ’দম’ সিনেমার কথা। তাহলে কি ‘দম’-এর টিম এখন কাজাখস্তানে?

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে নেটিজেনদের মনে এই প্রশ্ন উঁকি দিচ্ছে। কারণ, রেদওয়ান রনি নিজেই তার ফেরিফায়েড ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘দম’-এর দম পরীক্ষা। পোস্টের ছবি আর হ্যাশট্যাগ (#দমরেকি #কাজাখস্তান) দেখে দর্শকের ধারণা, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি।

নির্মাতা রনির শেয়ার করা ছবিগুলো দেখে আন্দাজ করা যাচ্ছে, লোকেশন দেখতে গেছেন প্রযোজক-নির্মাতা-শিল্পী। জায়গাটা দেখে সহজেই বোঝা যায়, ’দম’ সিনেমার দৃশ্যধারণ হতে যাচ্ছে রোমহর্ষ ও চ্যালেঞ্জিং পরিবেশে! আফরান নিশোও নিজে সরেজমিনে লোকেশন দেখতে গেছেন অভিনয়ের কারিকুরি ফুটিয়ে তোলার জন্য। আর নির্মাতা রনি যাচাই করছেন দৃশ্যধারণের সম্ভাবনা। এর আগে, ছবির শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানেই আয়োজন করতে যাচ্ছে ‘দম’ টিম।

‘দম’ সিনেমাটির মাধ্যমে অনেক দিন পর সিনেমা নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি । তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি’। এবারের প্রত্যাবর্তনে সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে তার সিনেমার কাহিনী।

আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন দমে। এর আগে নিশো বলেছিলেন– সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি।

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন– ‘দম’ সিনেমার গল্প অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ করিনি, খুবই চ‍্যালেঞ্জিং। আমার মনে হয়, দর্শকরাও চমকে যাবেন।

এখনও নিশ্চিত হয়নি দমের প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি। সিনেমাটি মুক্তি দেয়ার কথা ২০২৬ সালের রোজার ঈদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *