দেড়যুগ পর ডাকসু নির্বাচন গণতন্ত্রের পথে বড় পদক্ষেপ: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্র অভিমুখী এক বিশাল পদযাত্রা হিসেবে বর্ণনা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, দীর্ঘ দেড়যুগ পর দেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যারাই নির্বাচিত হবেন তাদের অন্যরা স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবেন।

আসিফ নজরুল আরও লিখেছেন, এই নির্বাচন গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি এর সফলতা কামনা করেন এবং বলেন, “আল্লাহ আমাদের সহায় হন।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হচ্ছে, এর মধ্যে ২৮টি কেন্দ্রীয় সংসদের পদে এবং ১৩টি হল সংসদের পদে।

ডাকসুর নির্বাচনী তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন।

দীর্ঘ বিরতির পর আয়োজিত এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গণতান্ত্রিক চর্চার পুনঃপ্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *