জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নুর, চিকিৎসায় মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এদিকে, নুরের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজই বোর্ডের সদস্যরা নুরের চিকিৎসা নিয়ে বৈঠক করবেন। তবে কারা এই বোর্ডে আছেন, তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না। তিনি আরও বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে।”

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বহিরাগতরা এ হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, হামলায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও জড়িত থাকতে পারে এবং তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *