অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তুলে দিলেও তাতে বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রক্রিয়া না থাকায় হতাশা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, সনদের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা অনুপস্থিত থাকায় এটি পূর্ণাঙ্গ হয়নি।
রোববার (১৭ আগস্ট) সময় সংবাদকে দেওয়া প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ করা হয়নি, যা আমাদের জন্য হতাশাজনক। নোট অব ডিসেন্টে যেসব প্রস্তাবনা রাখা হয়েছে, সেগুলো কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়েও কোনো ব্যাখ্যা নেই। এমনকি উচ্চকক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর প্রসঙ্গও আসেনি।”
তিনি আরও বলেন, জুলাই সনদের সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না—এই প্রস্তাবনা ইতিবাচক। তাঁর মতে, “কোনো অপশক্তি যেন সনদ নিয়ে প্রশ্ন তুলতে না পারে, এজন্য এমন বিধান প্রয়োজন।” তবে সনদের ব্যাখ্যা আপিল বিভাগের কাছে ন্যস্ত রাখার দাবিও জানান তিনি।
নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে জাবেদ রাসিন বলেন, “এনসিপি সবসময় উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবি করে আসছে। কিন্তু নিম্নকক্ষে পিআর থাকলে জোট সরকার গঠনের ঝুঁকি তৈরি হবে, যা সরকারকে দুর্বল করবে। তাই নির্বাচনের আগেই উচ্চকক্ষে পিআর ইস্যুতে সমাধান দরকার।”
এর আগে শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এতে সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্যে গৃহীত ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এনসিপির মতে, অঙ্গীকার থাকলেও বাস্তবায়ন-পরিকল্পনা না থাকায় সনদটি কার্যকর রূপ পাচ্ছে না।