আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের এক ডজনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
গাজায় ২২ মাসের যুদ্ধ পরবর্তী মানবিক সংকটের তীব্রতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের ক্রমবর্ধমান উদ্বেগ থেকেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি আসে এমন সময়ে যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি বিষয়ে তাদের অবস্থান পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে।
ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না প্রস্তাবিত এই চিঠিতে নতুন করে স্বাক্ষর করেছেন চেলি পিংরি, নিডিয়া ভেলাজকুয়েজ ও জিম ম্যাকগভার্ন। এর আগে গ্রেগ ক্যাসার, লয়েড ডগেট, ভেরোনিকা এসকোবার ও অ্যান্ড্রে কারসনসহ নয়জন আইনপ্রণেতা এতে সমর্থন জানিয়েছিলেন।