ভারত বন্ধু তবে শতভাগ মিত্র নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

 আন্তর্জাতিক ডেস্ক:   দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরদিন বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে হ্রাসকৃত মূল্যে তেল কেনায় ভারতের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অখুশি’ কি না— এমন এক প্রশ্নের জবাবে ফক্স নিউজকে রুবিও বলেন, দেখুন, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার। কিন্তু এই মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি।

এর কারণ হিসেবে রুবিও বলেছেন, ‘মিত্র’ ভারতের অনেক কর্মকাণ্ড ও ব্যাবসায়িক নীতি যুক্তরাষ্ট্রের বিরক্তির কারণ হয়ে ওঠে। ফক্স নিউজকে তিনি বলেন, ভারত বড় দেশ এবং অন্যান্য অনেক দেশের তুলনায় তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবেই অনেক বেশি। আন্তর্জাতিক বাজার থেকে প্রচলিত মূল্যে জ্বালানি কিনে সেই চাহিদা মেটানোর মতো সক্ষমতাও ভারতের আছে।

কিন্তু ভারত তা করছে না। আন্তর্জাতিক বাজারে অন্যান্য বিক্রেতারা সহজলভ্য হওয়া সত্ত্বেও ভারত শুধু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে; কারণ নিষেধাজ্ঞা থাকার কারণে রাশিয়ার তেল এখন সস্তা। তারা কম দামে রাশিয়া থেকে তেল কিনছে এবং অনেক ক্ষেত্রেই সেই তেল আবার চড়া দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *