ইরাকে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬০

আন্তর্জাতিক ডেস্ক:   ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মর্মান্তিক এ দুর্ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ওয়াসিত প্রদেশের এ ঘটনায় এখন পর্যন্ত ৫৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর। বাকি একজনের মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচ তলা ভবনজুড়ে দাউদাউ করে জ্বলছে আগুন, ফায়ার সার্ভিসের কর্মীরা নেভানোর চেষ্টা করছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনের প্রথমতলা থেকে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। গভর্নর জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

দুর্ঘটনার পর ভবনের মালিক ও শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্বোধনের মাত্র পাঁচ দিনের মাথায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *