অস্ট্রেলিয়ায় নিখোঁজের দুই সপ্তাহ পর জীবিত উদ্ধার জার্মান পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক:   প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর অস্ট্রেলিয়ায় জীবিত উদ্ধার হলেন জার্মান এক পর্যটক। দেশটির একটি প্রত্যন্ত গ্রাম থেকে উদ্ধার করা হয় তাকে। পুলিশ জানায়, পুরোপুরি সুস্থ রয়েছেন ক্যারোলিনা উইলগা নামের ওই ব্যাকপ্যাকার।

গত ২৯ জুন সবশেষ দেখা গিয়েছিলো ২৬ বছর বয়সী জার্মান পর্যটক ক্যারোলিনা উইলগাকে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই ব্যাকপ্যাকার।

মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্যারোলিনার। নিখোঁজের একদিন পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় তার ব্যবহৃত গাড়ি। বিদেশি এই পর্যটকের খোঁজে এরপর থেকেই বিকনের পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে অস্ট্রেলিয়ার পুলিশ। হেলিকপ্টার দিয়ে জনমানবহীন প্রত্যন্ত এলাকায় খোঁজা হয় ক্যারোলিনাকে।

দিনের পর দিন উদ্ধার অভিযান চালানোর পরও ক্যারোলিনার সন্ধান পাওয়া না যাওয়ায় ক্ষীণ হয়ে আসছিলো তাকে জীবিত পাওয়ার আশা। তবে, নিখোঁজের ১২ দিন পর উদ্ধার হলেন এই নারী। পুরোপুরি সুস্থ রয়েছেন তিনি। শরীরে কয়েক জায়গায় ছোটখাটো আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।

অস্ট্রেলিয়ান পুলিশ কর্মকর্তা জেসিকা সিকিউরো বলেন, আনন্দের সাথে জানাচ্ছি যে, নিখোঁজ ব্যাকপ্যাকার ক্যারোলিয়ান উইলগাকে ব্যাপক অনুসন্ধানের ওপর নিরাপদে ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১১ জুলাই বিকালে হুইটবেল্ট এলাকায় তাকে পাওয়া গেছে। ক্যারোলিনাকে ক্লান্ত, পানিশূন্য এবং ক্ষুধার্ত অবস্থায় দেখা গেছে। তার শরীরে কাটা-ছেঁড়ার মতো ছোটখাটো আঘাত ছিল। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, ২০২১ সালের সবশেষ জনশুমারির তথ্য অনুযায়ী ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে ২৫৪ কিলোমিটার উত্তরে অবস্থিত বিকন শহরের বাসিন্দা কেবল ১২৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *