আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলেনস্কি- ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ত:  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ক্রমাগত হামলার মধ্যেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং যৌথ ড্রোন উৎপাদন নিয়ে আলোচনা করেছেন। জেলেনস্কির দফতর থেকে জানানো হয়েছে, এই কথোপকথনে ইউক্রেনের নিরাপত্তা চাহিদা এবং পশ্চিমা সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ইউক্রেনের আকাশ সুরক্ষিত রাখার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা এবং যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মাঝে।

সম্প্রতি, রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় প্যাট্রিয়ট ও অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম প্রদানে ত্বরান্বিত পদক্ষেপের কথা উঠেছে।

এছাড়াও, আলোচনায় পারস্পরিক সরঞ্জাম ক্রয় ও বিনিয়োগ, কূটনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র’সহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ইউক্রেনের সহযোগিতা সম্পর্কেও আলোচনার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

এর আগে, ওয়াশিংটন মঙ্গলবার (১ জুলাই) নিশ্চিত করে যে, নিজস্ব মজুদ পর্যালোচনার পর কিয়েভের জন্য নির্ধারিত কিছু সামরিক সহায়তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

এই আলোচনা ইউক্রেন যুদ্ধে মার্কিন নীতির সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে, ইউক্রেনের তাত্ক্ষণিক চাহিদা পূরণে পশ্চিমা দেশগুলোর একত্রিত পদক্ষেপই এখন সমস্যা সমাধানের মূল চাবিকাঠি বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *