আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যটির লাহাইনা শহর। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) রাতে কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে এ পর্যন্ত দাবানলের কারণে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ায় অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জে হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লাহাইনা শহরের বাসিন্দারা।
চারদিকে সমুদ্রবেষ্টিত মাউই অংশের লাহাইনা শহরের অসংখ্য মানুষ আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ছেন, ঘটেছে হতাহতের ঘটনা। এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শহরটিতে।
এদিকে, হাওয়াইয়ের বিভিন্ন অংশে অন্তত ৭টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লাহাইনা শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে অসংখ্য বাড়িঘর ও দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের কারণে নিঃস্ব হয়ে গেছেন অসংখ্য মানুষ।
এদিকে, আগুন নেভাতে কাজ করছেন কয়েকশ’ দমকলকর্মী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে, বাতাসের তীব্রতা বেশি থাকায় আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।