রাঙামাটিতে টানা বর্ষণে ৪৬ স্থানে ধস, নিম্নাঞ্চল প্লাবিত

নিউজ ডেস্ক: রাঙামাটিতে টানা বর্ষণে বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। তবে এতে কোন প্রাণহানি ঘটনা ঘটেনি।

সোমবার (৭ আগস্ট) সকালে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে ঘরবাড়ির ভেঙে পড়ে। সড়কে পাহাড় ধসে যান চলাচল সাময়িক ব্যাহত হয়। সড়ক ও জনপথ বিভাগ দ্রুত সময়ের মধ্যে সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় গত  ২৪ ঘণ্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে শহরের ভেদভেদী লোকনাথ মন্দির সংলগ্ন সড়ক বিভাগের কারখানার পাশের এলাকায় একটি বাড়ি ধসে পড়ে। তবে বাড়িতে লোকজন না থাকায় কোন প্রানহানির ঘটনা ঘটেনি।
অপরদিকে জেলার রাজস্থলী, কাউখালীসহ কয়েকটি উপজেলায় বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। প্রবল বর্ষণে জেলার বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ভেদভেদী লোকনাথ মন্দির সংলগ্ন সড়ক বিভাগের কারখানার পাশের এলাকার বাসিন্দা মো. বাছা মিয়া বলেন, বৃষ্টির অবস্থা দেখে গতকাল পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে চলে যাই। ভোরে এসে দেখি আমার বাড়িতে পাহাড় ধসে পড়েছে। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। সব নষ্ট হয়ে গেছে।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন,  গত বুধবার থেকে টানা বর্ষণে জেলায় ৪৬টি স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যার মধ্যে সবচেয়ে বেশি ধস হয়েছে কাপ্তাই উপজেলায়। তবে এতে কোন প্রাণহানি ঘটনা ঘটে নি। অন্য দিকে পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। মানুষের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *