• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যোগাযোগ রক্ষার্থে বন্যার্ত এলাকায় কাজ করে যাচ্ছে অ্যামেচার রেডিও অপারেটর (হ্যাম) 

     Office Desk 
    26th Aug 2024 2:13 pm  |  অনলাইন সংস্করণ
    শফিউল মঞ্জুর ফরিদ : বাংলাদেশে আকস্মিক বন্যায় পুরো ফেনী জেলার যোগাযোগ ব্যবস্থা যখন ভেঙ্গে পরে, তখন বাংলাদেশের অ্যামেচার রেডিও অপারেটররের একটি বৃহত টিম ফেনীর বন্যা দুর্গত এলাকায় যোগাযোগ সচল রাখতে ঝাপিয়ে পরে। বিভিন্ন কারনে মোবাইল সহ অন্যান্য যোগাযোগ ব্যাবস্থা সম্পূর্ণ বন্ধ হওয়ায় উক্ত এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশের অ্যামেচার রেডিও অপারেটরের সদস্যরা।
    জানাযায় ২১ আগষ্ট সন্ধ্যার পর থেকে ফেনী জেলা প্রশাসক এর কার্যালয়ে একটি রেডিও কন্ট্রোল রুম স্থাপনের মাধ্যমে ফাস্ট রেসপন্ডিং টিম (S21ACP, S21AIG, S21MOB) কাজ শুরু করে এবং কাছেই অন্য একটি ১৫তলা ভবনে এন্টেনা, রেডিও স্থাপন করে দূরবর্তী যোগাযোগের জন্য একটি  অস্থায়ী  কন্ট্রোল স্টেশন স্থাপন করে।
    এছাড়াও ২৩ আগষ্ট S21NN, S21HK সহ অসংখ্যা হ্যাম ফেনীতে যোগদান করেন। পুরো বিষয়টি তদারকি ও সমন্বয় করেছেন S21AF আবদুল্লাহ আল ফাহাদ। এখন পর্যন্ত ফেনী বিস্তীর্ণ এলাকাজুড়ে, মহিপাল আর্মি ক্যাম্প, আর্মি মেডিক্যাল ক্যাম্প, জেলা প্রশাসক ও পুলিশের এসপি অফিস, ১৫তলা কন্ট্রোল সহ মোট ৫টি স্টেশনের মাধ্যমে পরশুরাম, ফুলগাজীর মত দুর্গম এলাকা সহ বিভিন্ন উপজেলায় মোট ৩৭৫টি রেসকিউ অপারেশন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে ৭০ কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধারকারীদের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
    এছাড়া ঢাকা কন্ট্রোল রুমের সাথে এইচএফ ও ভিএইচএফ রেডিওর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। অ্যামেচার রেডিও অপারেটররা নিজস্ব অর্থায়নে জনগণের কল্যাণে প্রশাসন ও বিভিন্ন উদ্ধারকারী দলকে নিরলস ভাবে সহযোগিতা করে যাচ্ছে। মূলত একজন হ্যামের রেডিও প্রযুক্তির ব্যাপারে জ্ঞান ও তাদের প্রতিকুল পরিবেশে টিকে থাকার মনোভাব থেকেই দুর্যোগ এর সময় যোগাযোগ ব্যবস্থা সচল রাখা সম্ভব হচ্ছে। যেহেতু ফেনীর সকল ধরণের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে তাই অ্যামেচার রেডিও অপারেটররাই একমাত্র যোগাযোগ এর মাধ্যম। অ্যামেচার রেডিও অপারেটরগণ উদ্ধারকারী বোট ও ত্রাণবাহী বোট এর সার্বিক গতিবিধি ও করনীয় সম্পর্কে নিয়মিত তথ্য প্রশাসনকে প্রদান করছে, যাতে দুর্যোগ ব্যবস্থাপনা অনেক সহজ হয়েছে।
    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়ন্ত্রনাধীন  আন্তর্জাতিক সংগঠন অ্যামেচার রেডিও (হ্যাম) প্রাকৃতিক দুর্যোগকালে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থাকে রেডিও যন্ত্রপাতি ও বেতার তরঙ্গের সাহায্যে পুনঃস্থাপনের মাধ্যমে মানুষ ও প্রকৃতি সাহায্য করে থাকে। সারা বিশ্বে বর্তমানে প্রায় ৩০ লাখ শৌখিন অ্যামেচার রেডিও অপারেটর (এআরও) আছেন। তারা বেতার তরঙ্গ, রেডিও যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ইত্যাদি নিয়ে নিয়মিত গবেষণা, যোগাযোগ চর্চা, নভোচারীদের সঙ্গে যোগাযোগ ও মানবতার সেবা করে থাকেন। বাংলাদেশে ও বর্তমানে প্রায় এক হাজার অ্যামেচার রেডিও অপারেটর রয়েছে।
    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2024
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031