Office Desk
09th Jun 2024 2:23 pm | অনলাইন সংস্করণ
শফিউল মঞ্জুর ফরিদ: ঢাকা ১৮ আসনের উত্তরা এলাকার অভিজাত ও দাপ্তরিক এরিয়া হিসেবে পরিচিত উত্তরা ৬ নাম্বার সেক্টর। এখানে সরকারি হাসপাতাল সহ রয়েছে সরকারের বিভিন্ন দাপ্তরিক কার্যালয়। এই সেক্টরে অধিকাংশই অভিজাত শ্রেণীর লোক বসবাস করে।
গত ৮ই জুন শনিবার সন্ধ্যা সাতটায় উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উত্তরা ৬ নং সেক্টর বাসীর উদ্যোগে নবনির্বাচিত ও স্মার্ট ঢাকা ১৮ আসনের স্বপ্নদ্রষ্টা জননন্দিত সংসদ সদস্য আলহাজ্ব খসরু চৌধুরী (সিআইপি) কে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উম্মুক্ত আলোচনায় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন আমি আমার ঢাকা ১৮ আসনকে একটি স্মার্ট ও আধুনিক নগরীতে পরিণত করব। যে লক্ষে আমি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। যার সুফল দীর্ঘদিন ভোগ করবে এ এলাকার জনগণ। তিনি দৃঢ় প্রত্যয়ে প্রত্যয়ে বলেন, আমার এলাকায় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমি দস্যুর কোন ঠাঁই নেই। এ হেন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি যেই হোক না কেন কোন প্রকারেই ছাড় দেওয়া হবে না। তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে, ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম বলেন, উত্তরা ৬ নং কল্যাণ সমিতির বর্তমান কমিটির সাথে সেক্টর বাশির সমন্বয়ের অভাব রয়েছে। ৬ নং কল্যাণ সমিতির বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে তা অচিরেই সমাধানের জন্য সংসদ সদস্যের নিকট আর্জি পেশ করেন।
রেডিয়ান্স নিটওয়্যার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব খসরু চৌধুরী (সিআইপি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মতিউর রহমান মতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কমিশনার আলহাজ্ব আফসার উদ্দিন খান। ৬ নং সেক্টর কল্যাণ সমিতির সাবেক নেতা মোঃ জাহিদুল হক ডালিম অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের নৈশ ভোজের ব্যবস্থা করা হয়।